আজ, ০২/১১/২০২১ রোজ মঙ্গলবার , সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর) আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রফেসর মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন, এবং স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকে অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রতিদন্ধিতা করছে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর২০২১, বৃহস্পতিবার তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মারা যান। ইতোমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসনটি শূন্য ঘোষণা করে আজ ২ নভেম্বর-২০২১ উপ–নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮ টা থেকে সুশৃংখলভাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪. টা পর্যন্ত চলোমান থাকবে।
Leave a Reply