সিরাজগঞ্জের বেলকুচিতে কামারপাড়া মহল্লায় নিজ ঘর থেকে স্বামী এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
আজ, শুক্রবার (২৯/১০/২০২১) সকাল ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ কামারপাড়া মহল্লার ঘোষপাড়া বজ্রগোপাল ঘোষের বাড়ীতে গিয়ে দুটি লাশ উদ্ধার করেন। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখি বজ্রগোপাল ঘোষের বাড়ীতে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষ (১৯) এর রক্তাক্ত মৃতদেহ পরে আছে ঘরের মেঝেতে। আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠাবো। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কেউ একজন হত্যা করে অপরজন আত্বহত্যা করেছেন।বিস্তারিত সুরাতহারের পর জানাযাবে।
গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ বলেন, সকাল ১০ মতো বেজে গেছে তবুও ওরা ঘুম থেকে ওঠেনা, তখন আমি অনেক ডাকাডাকি করি কোন সারা না পেয়ে, প্রতিবেশিদের ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি ওরা দুজনে পরে আছে।
Leave a Reply