মাল্টিসেক্টরাল প্লাটফর্ম শক্তিশালী করণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সোমেশ্বরি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশনের বিংস প্রজেক্টের আয়োজনে,
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, বিংস প্রজেক্টের ম্যানেজার এনথনি বারিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উমর ফারুক, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, জেলা পুষ্টি কমিটির কো-অর্ডিনেটর কৃষ্ণ পাল, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, আব্দুল হালিম, সাংবাদিক রেজাউল করিম বকুল, ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমূখ। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।
Leave a Reply