সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পুস্পস্তবক অর্পণ, কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন এর সভাপতিত্বে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার সকালে চৌহালী উপজেলা প্রশাসনের কার্যালয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগে সভাপতি তাজ উদ্দিন, ভাইচ চেয়ারম্যান মোল্ল্যা বাবুল আক্তার ও সরকারি কর্মকর্তা কর্মচারীগণ।
পরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য….বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। শেখ রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
আজ, শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
Leave a Reply