শাহজাদপুর মানব সেবা সংস্থার রক্ত দান কর্যক্রম ও অসহায় মানুষের পাশে দারানোর মত মহোত কাজ গুলো মনে করিয়ে দেয় মানুষ মানুষের জন্য। চাল,ডাল,পিয়াজ, তেলসহ আরো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিয়ে আসেন সংগঠনটির সদস্যরা। সংগঠনটির বিভিন্ন শ্রেনীর পেশাজীবি,ছাত্রসহ সকল কর্মীগন ক্রমাগত সম্পাদন করে যাচ্ছেন এই মহোত কাজ গুলো। ব্লড ডোনেশন ও পিছিয়ে নেই কোনভাবে
।
কিন্তু এখোনও পর্যন্ত সংগঠনটি পাননি কোন সরকারি বা বেসরকারি সহায়তা। তারা আশা করেন খুব তারাতারিই হয়ত মিলবে সহায়তা । সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
Leave a Reply