আজ ২১.১০.২০২১ ( বৃহস্পতিবার) সাম্প্রদায়িক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছ। দুপুর ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১, প্রাঙ্গন – কান্দাপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর মাননীয় ট্রেজারার ও মাননীয় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোঃ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী এবং সংগীত বিভাগের প্রভাষক জনাব মোঃ রওশন আলম, এসময় বক্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করেন এবং তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত দোষীদের শাস্তি দাবি করেন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব মোঃ গোলাম সরোয়ার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক(চলতি দায়িত্ব) জনাব মোঃ শিবলী মাহবুব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply