লক্ষীপুর চরকাদিরা ইউনিয়নের মসজিদের খতিব চেয়ারম্যান, ইমাম মেম্বার (বাবা-ছেলে)
- বাংলাদেশে হয়তো এই প্রথম একই মসজিদের খতিব বাবা চেয়ারম্যান আর ছেলে ইমাম সে মেম্বার। ঐ ইউনিয়নের জনগন সৌভাগ্যবান বলতেই হয়, দুইজন আলেম সমাজের নেতৃত্বে, তাদের মসজিদের খতিব চেয়ারম্যান এবং ইমাম মেম্বার।যার মসজিদের জুম্মানামাজ পরান তারা হলেন খতিব, সব খতিব ই ইমাম,আর যারা অক্তীয় নামাজ পরান তারা হলেন ইমাম, সব ইমাম খতিব না।
Leave a Reply