সেপ্টেম্বর ২৫, ২০২১
কোভিডের চিকিৎসায় আসছে বিপ্লব, বাজারে আসতে চলেছে করোনার ঔষধ।
অন্যান্য ভাইরাল জ্বরের ক্ষেত্রে সাধারণত যে ধরনের ঔষধ মানুষ সেবন করে, সে রকমই কোভিডের জন্যও ঔষধ পাওয়া যাবে, এমনটাই দাবি করছেন আমেরিকার গবেষকগণ। কোভিড চিকিৎসার ঔষধের তালিকায় শীর্ষে রয়েছে মেরেক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকসের মোলনুপিরাভির।
এমনটাই দাবি করছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-এর একটি বিভাগের ডিরেক্টর কার্ল ডাইফেনবাক।
ওই ঔষধ নিয়ে ইতি মধ্যেই জোরকদমে এগোচ্ছে গবেষণা। টিকাপ্রস্তুতকারী সংস্থা ফাইজার ও এই রকম একটি ঔষধ নিয়ে গবেষণা চালাচ্ছে বলে দাবি করেন তারা। নজরে রয়েছে রসে এবং অ্যাটিয়া ফার্মাসিউটিক্যালসের একটি ট্যাবলেট ও।
ওই বিশেষজ্ঞরা দাবি করেছেন, পরীক্ষার স্তর পেরোলে এবং ছাড়পত্র মিললেই বাজারে ছাড়া হবে এই ঔষধ। শরীরে কোভিড ধরা পড়ার সঙ্গে সঙ্গেই এই ধরনের ঔষধ খাওয়া যেতে পারে।
এতে উপসর্গ বড় আকার নিতে পারে না। উত্তর ক্যারোলাইনা চ্যাপেল হিল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট টিমোথি সিয়াহান বলেন, ‘‘শুধু নিজেকে সুস্থ করে তোলাই নয়, অন্যের শরীরে সংক্রমণ ছ়ড়িয়ে পড়া রুখতেও কার্যকরী হয়ে উঠতে পারে ঐ ঔষধ।’’
Leave a Reply