সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর চরবেল, মেহেরনগর পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ০৩ জেলেকে ও চৌহালী উপজেলার যমুনা নদীর ধুবুলিয়া, বাউসা, মিনাদিয়া পয়েন্টে ২৬ জেলেসহ মোট ২৯ জেলেকে ০৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ কারাদণ্ড দেন। এ সময় ৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে গতো, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুতও নিষিদ্ধ ।
Leave a Reply