বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ( বিআইইএ ) সরকার অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী ও পেশাজিবী সামাজিক প্রতিষ্ঠান । যার লক্ষ্য অনুযায়ী সারাদেশের ইঞ্জিনিয়ারদের নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করার প্রেক্ষিতে, রাজশাহী জোনের আওতাধীন, সকল জেলা-উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গতিশীল করার জন্য, গঠনতন্ত্রের ৫ নম্বর অনুচ্ছেদের ১১.৩ নম্বর ধারা মোতাবেক আজ, ১৪/১০/২০২১ (বৃহস্পতিবার) বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ( বিআইইএ ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ শফিনুর ইসলাম সবুজ এর যৌথ স্বাক্ষরের প্রেস বিজ্ঞপ্তিতে আগামী দুই (০২) বছরের জন্য ১০ ( দশ ) সদস্য বিশিষ্ট রাজশাহী জোন সমন্বয়ক কমিটি ঘোষণা করেছেন।
রাজশাহী জোন সমন্বয়ক কমিটির দায়িত্ব প্রাপ্ত জেলার সকল সমন্বয়ক গন হলেন।
১/ নাজমুল হক ( রাজশাহী জেলা)
২/ মোছাঃ শবনম আক্তার সাথী (রাজশাহী জেলা)
৩/ মোঃ নাজিম উদ্দিন (পাবনা জেলা)
৪/ খাজা এমদাদুল হক মিলন (সিরাজগঞ্জ জেলা)
৫/মোঃ সোহেল রানা (বগুড়া জেলা)
৬ মিনহাজ রুহুল্লাহ (বগুড়া জেলা)
৭/ মোঃআতাউর রহমান (নাটোর জেলা)
৮/ মোঃদেলোয়ার হোসেন (চাঁপাইনবাবগঞ্জ)
৯/ মোঃ আসাদুজ্জামান সোহাগ (নওগাঁ জেলা)
১০/ মোঃ রবিউল ইসলাম (জয়পুরহাট জেলা)
#BIEA#Rajshahi
Leave a Reply