শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ – হাতি দ্বন্দ্ব নিরসনে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার বনবিভাগের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল। প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মানুষ – হাতি দ্বন্দ্ব নিরসনে করনীয়ের উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বন সংরক্ষক আর এসএম মনিরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন,শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ,কৃষি কর্মপারভীন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান লেবু , অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন,শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম,রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, বিজিবি প্রতিনিধিসহ বন কর্মকর্তা – কর্মচারী, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন। সভাশেষে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরনের ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরন করা হয়।
Leave a Reply