নওগাঁ জেলার মান্দা উপজেলায় নারী নির্যাতন মামলার আসামিসহ ওয়ারেন্ট তালিকাভুক্ত ১০ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ ১০ জন আসামিকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার ভালাইন ইউপির গাংতা গ্রামের সয়ের আলীর ছেলে আরিফুল হক, আব্দুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে আমিনুর রহমান, তায়েজ উদ্দিন এর ছেলে বাবুর আলী, মৃত হাসেম আলীর ছেলে ওসমান আলী, আজু শাহার ছেলে আলেফ শাহ, তুড়ুক গ্রামের হুমায়ুনের মেয়ে রিপা খাতুন, আবু তালেবের ছেলে ইউসুফ আলী, ইমাজ উদ্দিনের ছেলে ইমরান আলী, এবং নারী নির্যাতন মামলার আসামি কুসুম্বা ইউপির দেলুয়াবাড়ী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও নারী নির্যাতন মামলার আসামিসহ ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply