সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর ঘোড়জান, বোয়ালকান্দি পয়েন্টে থেকে মোট ৯ জন জেলেকে ০৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর থেকে রাতব্যাপী এ অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এই ৯ জন জেলেকে ০৭ দিন করে কারাদণ্ড দেন। এ সময় ৩০০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, আব্দুল্লাহ ও উপস্থিত পুলিশ সদস্য।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে গতো, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুতও নিষিদ্ধ ।
Leave a Reply