গত ১৬/১১/২১ ইং তারিখ দিবাগত রাতে চিলমারী থানার এসআই বরহানুল সুলতানুল আলম, এসআই আশেদৃজ্জামান, এএসআই জিল্লুর রহমান,এএসআই শফিকুল ইসলাম, কং/আজাহার আলী,কং/আলমগীর বাদশা অভিযান পরিচালনা করিয়া মাদক সেবন অবস্থায় আসামী ১। মোঃ সোহেল রানা (৩০) পিতা-মৃত-আবু বক্কর সিদ্দিক গ্রাম-রমনা মিস্ত্রীপাড়া ২। মোখলেছুর রহমান (৪৬) পিতা-মোঃ নজির হোসেন সাং-জোড়গাছ নতুন বালাজান ৩। বদরুল আলম (৪৩) পিতামৃত-আহসান হাবিব ৪। আশরাফুল ইসলাম (২৬) পিতা-এসএম আব্দুল খলিল উভয় সাং-মুদাফৎ থানা বেলেরভিটা ৫। মোঃ চান মিয়া (৪০) পিতমৃত-আজিজুল হক ব্যাপারী সাং-খড়খড়িয়া ভট্টপাড়া ৬। মোঃ ফারুক মিয়া (৪০) পিতা-মোঃ নজির হোসেন সাং-জোড়গাছ মন্ডলপাড়া ৭। হোসেন আলী (২৩) পিতা-মোঃ জাহেদুল হক সাং-পশ্চিম খড়খড়িয়া সর্ব থানা-চিলমারী জেলা-কুড়িগ্রাম গনকে গ্রেফতার করা হয়। আসামীদের গ্রেফতার কালে ০২ জন আসামী পালিয়ে যায়। ঘটনাস্থল হতে গাজা সেবনের কলকি ০২টি,গ্যাস লাইট ০২ টি, গাজা ১০০ গ্রাম এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল ০২টি উদ্ধার মূলে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে চিলমারী মডেল থানার মামলা নং-০৪ তারিখঃ ১৭/১১/২১ ইং ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১৯(ক)/২১/৩৮/৪০ রুজু করা হয় আসামীদের বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হল।
Leave a Reply