আজ, ২৯ সেপ্টেম্বর-২০২১ ( বুধবার) ১০.৫০ মিনিটের সময় সিরাজী খান পরিবহন মাওয়া হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ইকুরিয়া ( হাসনাবাদ) এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাদের উদ্ধারের জন্য, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন এর সহায়তা করেছেন। এতে চালক সহ, বাসে অবস্থানরত যাত্রীরা অনেকে গুরুতর আহত হন। আহতদেরকে কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এক্সিডেন্টের কারনে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
#updatedbarta24 #news #Keraniganj#road @#Accident
Leave a Reply