আজ এই দিনটাকে অনেকে ভুলে গেলেও ভুলতে পারেনি ঔ গ্রামের মানুষগুলো।
খুব অসহায় হয়ে পড়েছিল ১৫/১১/২০০৭ সালের আজকের এই দিনে।মেন্দিয়াবাদ চরখালী গোলখালী হাজীখালীতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ এই দিনটির কথা আমাদের অনেকের মনে নেই, আমাদের বাড়িতে চারজন মারা গিয়েছিল মোসলেম আকনের,,,, বড় ছেলে শাজাহান আকন এর মেয়ে,,,,,সালমা সেদিন তার মেয়েকে বাঁচিয়ে, সে নিজে না ফেরার দেশে চলে গেছে, জাহাঙ্গীর আকন এর মেয়ের নাতিসহ নাম না জানা আরো অনেকে। রাত অনেক গভীর, পানি চরপাশে থৈ থৈ করছে,বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে মা ও ছেলে জঙ্গলে গাছের দুই পাশে দুই জন আটকে যায় পানির স্রোতে, নিজে বাঁচবে নাকি ছেলেকে বাঁচাবে, ছেলের বয়স তখন এক বছর হবে,,,স্রোতে ছেলেকে আর আটকে রাখতে পারেন নি। তার মা তার ছেলেকে রক্ষা করতে পারেনি,,,, সেই করুণ দৃশ্য আজও ঐ গ্রাম বাসিকে কাদায়। গ্রামটা তছনছ হয়ে যায় নিমিষেই। মৃত সবাইকে আল্লাহ বেহেস্ত নসিব করুক আমিন। এইদিনের কথা ভোলার নয়।
এই দূর্বিষহ দিনে সর্বপ্রথম অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়ে ছিলো উপজেলার খান পরিবার।
Leave a Reply